গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বীজ বিতরণ প্রকল্পের আওতায় বোরো ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার কিশামত ধোপাডাঙ্গা কৃষক সেকেন্দার আলীর বাড়ির উঠানে ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ্যাড. মোকলেছুর রহমান রাজু’র সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ (মুন্না)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাংবাদিক কল্যাণ পরিষদ, সুন্দরগঞ্জ উপজেলা সেক্রেটারি একেএম শামছুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রদর্শনী কৃষক সেকেন্দার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা শামছুল হক, আলী আজম, মোরশেদুর রহমান সৌরভ প্রমূখ। উল্লেখ্য, এবারে চলতি মৌসুমে ৮ হাজার ২৫শ হেক্টর জমিতে বর্ষালিজাতের ধান রোপন করা হয়েছে।