দেশে ভয়াবহ করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারণে ফুলবাড়ীতে অনলাইনের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে প্রত্যেকদিন ৫টি করে বিষয়ের ক্লাস নেওয়ার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সাথে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনলাইনের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন ও বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু ছামছুন্নাহার, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.কে মোহাম্মদ আলী, রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শিরীন আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এটিও মোঃ আতিকুর রহমান, মোঃ নুরুজ্জামান মিয়া, মোঃ রেজাউল ইসলাম, ইন্সটেক্টর এটিএম মোফাখারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক, শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষকগণ সহ প্রাথমিক শিক্ষা অফিসে সকল কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। স্থানীয় স্যাট ভিশন টেলিভিশনের মাধ্যমে প্রাথমিক শিক্ষার ক্লাস প্রচার করা হবে।