সিনহাকে হত্যার পর ৩১ জুলাই রাত ১২টার পর টেকনাফ থানার ওসি প্রদীপ কুমরার দাশ প্রথম ফোন করেছিলেন বলে জানান মেজর সিনহা রাশেদের মা। সিনহা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাইলেও প্রদীপ সে সময় হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই বলেননি। সোমবার বেলা ১২টার দিকে উত্তরার নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিনহার মা।
সংবাদ সম্মেলনে তিনি জানান, রাতেই উত্তরা থানা থেকে পুলিশের একটি দল তাদের বাসায় এসে সিনহা সম্পর্কে আরো তথ্য জানতে চায়। এ সময় হত্যা মামলা প্রক্রিয়ায় অগ্রগতি নিয়ে সন্তোষ জানায় সিনহার পরিবার। প্রধানমন্ত্রী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারা।
পরে সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কমকর্তাদের সংগঠন-রাওয়া সভাপতি খন্দকার নুরুল আফসার বলেন, সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই ঘটনায় দ্রুত কক্সবাজার জেলা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানান তিনি।
তিনি বলেন, মামলার কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতি মনিটরিং এর জন্য রাওয়ার পক্ষ থেকে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে প্রধান করে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।