কলাপাডায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো: সানি (২৫) নামের এক ইলেকট্রিশিযানের মৃত্যু হয়েছে। সোমবার শেষবিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। সে লালুযা ইউনিযনে পাযরাবন্দরের ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য বরাদ্দকৃত মেউড়াপাডা আবাসনের কাজ করার সময বিদ্যুৎপৃষ্ট হয। স্থানীযরা তাকে উদ্ধার করে কলাপাডা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সানির বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে। তার বাবার নাম সাত্তার মুন্সী।
লালুযা ইউনিযন পরিষদের চেযারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, খবর পেয়ে কলাপাডা হাসপাতালে তিনি দেখতে এসেছিলেন। তাডাহুডা করে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছে বলে তিনি জানান। কলাপাডা হাসপাতালের চিকিৎসক জুনায়েদ খান জানান, মৃত অবস্থায তাকে হাসপাতালে আনা হয়েছে।
কলাপাডা থানার উপ-পরিদর্শক আবুল হোসেন জানান, লাশ মযনাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং একটি ইউডি মামলা হবে বলে তিনি জানান।