বিএসটিআইর ভ্রাম্মমান আদালত পেট্রোল পাম্পে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে। আজ বুধবার দুপুরে মিরপুরের দক্ষিন কল্যানপুর সিডিসি সোহরাব এনজিভিএস-৭ ফিলিং স্টেশনে এই ভ্রাম্মমান টিম এই জরিমানা আদায় করেন। এছারা মিরপুরের কয়েকটি পেট্রোলপাম্পে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান ।