জাতীয় শোক দিবস উপলক্ষে (১৫ আগস্ট) রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘রক্তস্নাত আগস্ট’। সহিদ রাহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শ্রাবনী ফেরদৌস। বিভিন্ন অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, অপর্ণা ঘোষ, মাসুম বাশার প্রমুখ।
দুই বন্ধুর কাহিনী হচ্ছে রক্তস্নাত আগস্ট। আবিদ আজাদ একজন সাংবাদিক তার নিজের একটি পত্রিকা আছে। আরেক জন বন্ধু রায়হান হচ্ছে সরকারী চাকুরিজীবি। আবিদ আজাদের এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে তার সংসার। আবিদ আজাদ মুক্তিযোদ্ধা, সে বঙ্গবন্ধুর হত্যা মেনে নিতে পারে না। তাই সে প্রতিবাদ করতে চায়, কিন্তু বঙ্গবন্ধুর হত্যার সে সময়ের শাসকরা তার কণ্ঠ রোধ করতে চায়। চালায় তার উপর অমানুষিক অত্যাচার।
পঙ্গু করে দেয় তাকে। কিন্তু কোন কিছুই আটকাতে পারে না তার চিšন্তাকে, আটকাতে পারে না তার স্বপ্নকেও। আবিদ স্বপ্ন দেখতে থাকে একদিন বিচার হবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের, দেখবে এই জাতি সেই বিচার। একদিন সত্যি সত্যি বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়, আর যেন স্বপ্ন পুরন হয় আবিদের।