পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীর জনক শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস। এ উপলক্ষে আজ (শনিবার) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
এ ছাড়াও জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈক দল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল ৮টা ৩০ মিনিতে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন পটুয়াখালী-১ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কাজী সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ গোলাম সরোয়ার।
এর আগে সকাল ৮টায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শোক দিবসের নানা কর্মসূচি।