রাজশাহীর তানোরে চোরাই হওয়া মোবাইল একমাস সাত দিন পর উদ্ধার করে মালিকের কাছে ফিরে দিয়েছেন অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার মোবাইলের মালিক মুণ্ডুমালা মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের হাতে তুলে দেন। এতে করে চোরাই মোবাইল পেয়ে ব্যাপক আনন্দিত অধ্যক্ষ এবং মোবাইল উদ্ধার করতে পেরেও তৃপ্তি পেয়েছেন ওসি।
তিনি জানান গত মাসের ৫ থেকে ৬ জুলাই তারিখে পৌর সদর কলেজ পাড়ার বাসিন্দা মুণ্ডুমালা মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের নিজ বাড়ি থেকে চুরি হয় oppo ৭১ মডেলের দামি মোবাইল। এরপর তিনি থানায় জিডি করেন। এর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোল্লাপাড়া বাজারের এক দোকান থেকে গত ১৩ আগস্ট সেটি উদ্ধার করে অধ্যক্ষের হাতে তুলে দেয়া হয়েছে।
যে কোন ব্যাক্তিকে সঠিক সেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে হয়। কারন জনতায় পুলিশ, পুলিশও জনতার। অধ্যক্ষ জানান ভাবিনি এত দ্রুততার সাথে ওসি মোবাইল উদ্ধার করে দিবেন। এটি তাঁর কর্মদক্ষতার ফল।