রাজশাহীর তানোর থানা পুলিশের আয়োজনে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর শহীদ পরিবারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন শনিবার আছরের নামাজ শেষে থানা মসজিদে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়াই অংশ গ্রহণ করেন থানা অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান, তদন্ত ওসি আনোয়ার হোসেনসহ থানা পুলিশের সদস্যরা। এসময় ওসি এক প্রতিক্রিয়াই জানান ১৫ আগস্ট ভয়াবহ শোকের দিন। ১৯৭৫ সালের এইদিনে জাতির পিতাসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করে। ঘাতকদের হাত থেকে রক্ষা পাননি শিশু রাসেলও।
জাতির পিতাসহ তাঁর পরিবারের সদস্যদের শহীদি মৃত্যু দান করে সবাইকে যেন মহান আল্লাহ জান্নাতের মেহমান করে নেন। দোয়াই থানা পুলিশের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন।