প্রেম না মানে কোন জাতি, ধর্ম, কুল। তাই কিশোরী এক হিন্দু মেয়ে ও এক মুসলিম ছেলের মাঝে তিলেতিলে প্রেমের সর্ম্পক গড়ে উঠেছে। কিন্তু বাঁধ সেঁধেছে বাস কাউন্টারের কাছাকাছি থাকা কিছু লোকজন ও মেয়ের পিতা। প্রেমের টানে পালানোর সময় প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়েছে। অতপরঃ প্রেমিকার বাবার অপহরণের মিথ্যা মামলায় প্রেমিক এখন জেলহাজতে। গত রোববার রাত ৯ টার সময় উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজারে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর মান্দার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর গ্রামের স্বপন চন্দ্রের কিশোরী মেয়ে কুমারী সেতু রাণী (১৭) ও প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কলেজ মোড় এলাকার আমজাদ হোসেনের ছেলে সুজন (২৫) প্রেমের সর্ম্পক ছিল। মেয়েটি এবার স্থানীয় বদ্যিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। ছেলেটি টুকটাক কাজ করত।
রং নম্বরের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। কিন্তু তাদের প্রধান সমস্যা মেয়ে ছিল হিন্দু আর ছেলে ছিল মুসলমান। তাই তাদের সর্ম্পককে বাস্তবে রূপ দিতে প্রেমিক-প্রেমিকদ্বয় প্রেমের টানে ঢাকাতে পালানোর সময় উপজেলার পাঁজরভাঙ্গা বাজারে বাস কাউন্টারে ঘোরাঘুরির সময় অনেকের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে ফেঁেস যায়। পরে রকি কাউন্টারের চেন মাস্টার সুদর্শন এর বাড়িতে তাদের দু,জনকে আটক রাখা হয়। খবর পেয়ে রাত ১০ টার সময় ঘটনাস্থল থেকে প্রেমিক-প্রেমিকাকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।
মান্দা থানার পরিদর্শক তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে অপহরণের মামলা দায়ের করেছেন। সোমবার দুপুরে আসামী চালান হয়েছে। মেয়েকে বাবার জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।