আগামীকাল ২১ আগস্ট, ২০২০ শুক্রবার কুষ্টিয়া জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এর সাবেক সহ-সভাপতি শেখ সাজ্জাদ হোসেন সবুজের সন্ধ্যানের দাবীতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি’র উদ্যোগে শেখ সাজ্জাদ হোসেন সবুজের গুম হওয়ার পাঁচ বছর।
গুমের পাঁচ বছর উপলক্ষে শেখ সাজ্জাদ হোসেন সবুজের সন্ধ্যান ও স্বজনদের কাছে ফিরিয়ে দেবার দাবেতে আগামীকাল ২১ আগস্ট, ২০২০ শুক্রবার বিকাল ৩.৩০মিনিটে যাদু মিয়া মিলনায়তনে (৮৫/১, নয়াপল্টন, ৪র্থ তলা, মসজিদ গলি, ঢাকা-১০০০.) বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি’র উদ্যোগে প্রতিবাদি সভার আয়োজন করা হয়েছে।
প্রতিবাদী সভায় সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে গুম হয়ে যাওয়া শেখ সাজ্জাদ হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া ও তার নয় বছরের শিশু কন্যা, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব এ্যাড. সাইফুল ইসলাম সেকুল, সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ আল-আমিন, পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ২০১৫ইং সালের ২০ আগস্ট গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্ট থেকে সাজ্জাদ হোসেন সবুজ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুকে আটক করে সাদা পোশাকধারীরা। এর ৬ দিন পর আক্তারুজ্জামান লাবু ফিরে আসলেও এখন পর্যন্তও সন্ধান পাওয়া যায়নি প্রিয় নেতা শেখ সাজ্জাদ হোসেন সবুজের।
তার জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রী ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের কাছে তার পরিবার ও অনুসারীদের সবিনয় অনুরোধ, প্রিয় নেতা শেখ সাজ্জাদ হোসেন সবুজকে তার পরিবার ও কুষ্টিয়াবাসীর কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান।
শেখ সাজ্জাদ হোসেন সবুজের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া বর্তমানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কুষ্টিয়া জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন। স্বামীর সন্ধ্যান সহ সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কুষ্টিয়ার এখন জনপ্রিয় মুখ।