নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহীর নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খুরশিদ আলম খান।
শনিবার(২২শে আগষ্ট) সকাল ১২টার দিকে চরএলাহী ঘাট এলাকায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে যান জেলা প্রশাসক। তিনি ভাঙ্গন কবলিত এলাকায় মানুষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃক্ষরোপণ ও করোনা সচেতনতার অংশ হিসেবে জনগনের মাঝে মাস্কও বিতরন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউল হক মীর, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলুল কাদের পাটোয়ারী, চরএলাহী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, সেক্রেটারি গিয়াস উদ্দিন রনি প্রমূখ।
প্রসঙ্গত, অব্যাহত নদীর ভাঙনের ফলে চরএলাহীতে প্রতিনিয়ত ঘরবাড়ী বিলীন হচ্ছে। সারা বছর এখানে অনেকে শুধু নিজের ঘর স্থানান্তরে ব্যস্ত সময় পার করে। প্রতিনিয়ত এই এলাকার মানুষের ঘরবাড়ি নদীর গর্ভে বিলিন হচ্ছে। বিলীন হচ্ছে গাছপালা, ঘর-বাড়ি ও ফসলি জমি। হত-দরিদ্র মানুষ গুলো তাদের মাথাগোঁজার একমাত্র সম্বল ঘর-বাড়ী হারিয়ে নিঃস্ব হচ্ছে প্রতিনিয়ত।