নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব (২০) নামে এক শ্রমিক গুরত্বর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ভোঁপাড়া গ্রামে রব্বেল এর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় এ দুর্ঘটনাটি ঘটে। আহত রাকিব উপজেলার ভবানীপুর গ্রামের মোজাহার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত রাকিব রাজমিস্ত্রির জোগারদারির কাজ করতো। প্রতিদিনের ন্যায় সে উপজেলার ভোঁপাড়া গ্রামের রব্বেলের বাড়িতে ঢালাইয়ের কাজ করছিলো কাজের এক পর্যায়ে মাথার উপড়ে থাকা ৩৩হাজার ভোল্টের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সিটকে পড়ে যায়।
সাথে সাথে স্থানীয়রা তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখলে তাকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করে।