কমতে শুরু করেছে বন্যার পানি নিম্ন অঞ্চলে ইরি ধান লাগানোয় ব্যস্ত কৃষক। চলতি মৌসুমে জেলার সদর উপজেলা সহ গোয়ালন্দ ও কালুখালী উপজেলার নিম্ন অঞ্চলের কৃষকের জমির পানি কমতে থাকায় ফসলী জমিতে প্রান্তিক কৃষকেরা ইরি বরো ধান লাগাতে ব্যবস্থ সময় পার করছে।
চলতি বছর পদ্মার পানিতে এ অঞ্চলের কৃষকের ফসলী জমি বন্যার পানিতে তলিয়ে যায় বীজ তলা তৈরী করতে পারে না সাধারন কৃষকেরা হতাসার প্রহুর গুনে এলাকার মানুষ।
বতর্মানে বন্যার পানি কমতে থাকায় জেগে উঠে ফসলী জমি। শুরু হয় ধান লাগানোর পালা দেখা দেয় ধানের বীজের সংকট। এসব এলাকার কৃষকেরা বিভিন্ন হাট বাজার থেকে ধানের চারা সংগ্রহ করে রোপন করছে ফসলী জমি। এবারের বন্যায় জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে কৃষকদের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
বন্যার পানিতে তলিয়ে যায় চলতি মৌসুমের ফসল। তারা ছাড়া গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের অধিকাংশ কৃষি জমি বন্যার পানিতে ক্ষতি গ্রস্থ হয়।অপরদিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়া চর এলাকায় কৃষি জমি বন্যার পানিতে তলিয়ে যায়।
ঃ হারিয়েছে ঃ
আমার এস এস সি এর মুল সনদপত্র ও মার্কশীট হারিয়েছে যাহার রোল নং- ৩৯৫৬৭২, রেজি: ১৫১০৩৭০৬৭৮, সেশন-২০১৬, ঢাকা-বোর্ড। কালুখালী থানার জিডি নং-৯০৪, তারিখ: ২৭/০৮/২০২০ইং, মুক্তি খাতুন।