নীলফামারীর জলঢাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আল মাহফুজ হাসান নামে একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী গ্রামে।
গতকাল শুক্রবার সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী আনোয়ারুল হক,জনাব আলী,এরশাদ আলী,জয়ফুল ইসলামসহ অনেকে জানিয়েছে, বৃহস্পতিবার আহত ব্যক্তি আল মাহফুজ হাসান সকালে গরুর খাবারের জন্য পোয়ালের পুজ (খড়ের স্তুপ) খড় গরুকে দেয়ার সময় একা পেয়ে সুযোগ বুঝে প্রতিবেশী মৃত আব্দুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৫০),সাইদুল ইসলাম (৪৫),শহিদুল ইসলামের মেয়ে শাহিনা আক্তার (২৫),স্ত্রী খালেদা বেগম (৪২),মৃত আব্দুর রহমানের ছেলে শরিফুল (২৬) ও মৃত মতিয়ার রহমানের ছেলে মোনাবেরুল হক (৪০) তারা সকলে দলবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।
এতে সে গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
এদিকে আহত ব্যক্তির মা মোসলেমা বেগম (৬০) অভিযোগ করে বলেন,দুই বছর পূর্বে পরিকল্পিত ভাবে জলঢাকা উপজেলায় ডেকে নিয়ে আমার ছেলের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে দিয়েছে। পরে আমার ছেলে তালাক দিয়েছে। এ নিয়ে মেয়ে পক্ষ আমি সহ আমার ছেলেদের নামে মামলা করেছে। এ মামলা বিচারাধীন রয়েছে।
আহতর ভাই ডিমলা উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান,যড়যন্ত্র করে আমাকে জড়িয়ে মামলা দেয়া হয়েছে। এখন আমিসহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায় নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।