ফুলবাড়ী পৌরসভার উর্বশী সিনেমা হলের পিছনে ধানহাটির রাস্তাটিতে ময়লা জমে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, জনগনের চরম দূর্ভোগ। ফুলবাড়ী পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নিত হওয়ায় স্থানীয় জনগন তেমন কোন পৌরসভার সুযোগ সুবিধা পাচ্ছেনা। বছরের পর বছর বিভিন্ন ট্যাক্স প্রদান করলেও সাধারণ জনগণ তেমন কোন সুবিধা পাচ্ছেনা ফুলবাড়ীর প্রথম শ্রেণির পৌরসভা থেকে।
ফুলবাড়ী পৌরসভার পশ্চিম গৌরিপাড়া গ্রামের শাহ্ রেষ্টুরেন্ট থেকে পশ্চিম গৌরিপাড়া পার্বতীপুর বাস ষ্ট্যান্ড আসার মেইন রোডের ধানহাটি সংলগ্ন স্থানের স্থানীয় জনগণ বাসাবাড়ীর ও দোকান পাটের আবর্জনা ফেলে রেখে ময়লা স্তুপ জমিয়েছে। ময়লা আবর্জনার দূরগন্ধে ঐ রাস্তা দিয়ে সাধারণ মানুষ এখন চলাচল করতে পারছে না। প্রতিদিন আবর্জনা জমা হচ্ছে।
মূল রাস্তার উপরেই প্রায় ১০ ইঞ্চি আবর্জনা জমে রয়েছে। এতে পরিবেশের একদিকে যেমন ক্ষতিসাধন হচ্ছে অন্য দিকে মশামাছি ভাইরাস ছড়াচ্ছে। ধানহাটিতে প্রায় ৪০ জন ধান ব্যবসায়ী নিজেস্ব গোডাউন রয়েছে সেখানে বসে প্রতি হাটবার দিনগুলিতে দূরদুরান্ত থেকে আসা ধান বিক্রেতাদের ধান ক্রয় করে থাকেন।
বর্তমান দূরাবস্থার কারনেই সেখানে ধান কেনাকাটা প্রায় বন্ধ হয়ে গেছে। ধান ব্যবসায়ী মোঃ শাহাগার, লিটন ও শাহাদত আলী জানান, আমরা নিয়মিত পৌর কর প্রদান করি এবং হাট বাজারের কর দেই। পৌর কর্তৃপক্ষকে পরিষ্কার করার জন্য বহুবার বলার সত্তেও তারা কোন গুরুত্ব দেননা। যার কারণে এখন ধানহাটিতে ধানের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেনা। কারণ দূর্গন্ধ ও যাতায়াতের সমস্য। এ ব্যাপারে স্থানীয় ধান ব্যবসায়ীরা ময়লা আবর্জনা সরাতে সংশ্লিষ্ট্য পৌরকর্তৃপক্ষের আসুহস্তক্ষেপ কামনা করেছেন।