রাজশাহীর তানোর পৌর এলাকায় অবস্থিত চাপড়া এতিম খানার নবনির্মিত ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালায়ের জন্য কৃসি প্রযুক্তি ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষা বিদ ইসাহাক আলী ব্যাক্তিগত তহবিল হতে নগদ ৮০ হাজার টাকা অনুদান দিয়েছেন। আজ বুধবার দুপুরের দিকে এতিম খানার সভাপতি ব্যবসায়ী জসিম উদ্দিনের হাতে এই টাকা তুলে দেন।
এসময় এতিমখানার এতিম খানার সুপার হাফিজুর রহমান,চাপড়া উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটের সিনিয়র ইন্সট্রাক্টর ওহিদুজ্জামান বাবু, মশিউর রহমান ও আজিজুর রহমান এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও এতিম শিশুরা উপস্থিত ছিলেন।