রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালের দিকে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, তানোর পৌর মেয়র ইমরুল হক, মুণ্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, একে সরকার সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান সেলি,থানার ওসি রাকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, বিএম কলেজের অধ্যক্ষ অসিম কুমার সরকার, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রতিযোগীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দুরা। এসময় বীর মুক্তিযোদ্ধারাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।