দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী আদর্শ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল সেজারে প্রসুতি গৃহবধু স্বপ্না রাণী (২২) মৃত্যুর ঘটনায় হাসপাতালের স্বত্ত্বাধিকারী নুর আলম সিদ্দিকী সহ ২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতের স্বামী পিন্টু চন্দ্র ঘটনার পর দিন সকালে বাদী হয়ে হাসপাতালের স্বত্ত্বাধিকারী নুর আলম সিদ্দিকী ও ডাক্তার আলী আকবর খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় আরও ২/৩ জনকে আসামী করা হয়েছে। থানায় দায়ের করা মামলার অভিযোগে জানা গেছে, ৪ মার্চ বিকেল ৪টায় ঘোড়াঘাট উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের সুধীর চন্দ্রের পুত্র পিন্টু চন্দ্র প্রসুতি স্ত্রী স্বপ্না রাণীকে(২২) চেকআপ করানোর জন্য পার্শ্ববর্তী বলগাড়ী আদর্শ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আসেন।
হাসপাতালের স্বত্ত্বাধিকারী নুর আলম সিদ্দিকী স্ত্রীর আল্ট্রসনোগ্রাম করে দ্রুত অপারেশন করার জন্য স্বামী পিন্টু চন্দ্রকে বলেন। সাড় ৪টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ পিন্টুর নিকট থেকে একটি ফরমে স্বাক্ষর নেন।
এর পর পিন্টু স্ত্রী স্বপ্না রাণীকে রোগীর বসার স্থানে বসিয়ে রেখে পার্শ্ববর্ত বগাড়ী বাজারে মোবাইল ফোনে টাকা উঠানোর জন্য যান। ফিরে এসে দেখেন যে,তার বসিয়ে রাখা জায়গায় তার স্ত্রী নাই। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তারা জনায়,তার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। স্বত্ত্বাধিকারী নুর আলম সিদ্দিকী জনান, স্ত্রেিক ্অপারেশন করা হয়েছে এবং একটি কন্যা সন্তান জন্ম হয়েছে।
নুর আলম বলেন, আপনার স্ত্রীর অবস্থা আশংকা জনক। রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। সন্ধ্যায় আশংকাজনক অবস্থায় গৃহবধু স্বপ্না রাণীকে হাসপাতালের মাইক্রোবাসে উঠিয়ে দেন। এ সময় স্বামী পিন্টু এক জন নার্সকে সঙ্গে দেয়ার জন্য অনুরোধ করেন।কিন্তু রোগীর সঙ্গে কোন নাস বা কোন কর্মচারী দেয়া হয়নি। কিন্তু বিধি বাম রংপুর যাওয়ার পথে ধাপেরহাট নামক স্থানে মাইক্রোবাসটি বিকল হয়ে যায়। অপর একটি মাইক্রোবাসে করে রোগীকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান,স্বামী পিন্টু চন্দ্র ৫ মার্চ শুক্রবার সকালে গৃহবধু স্বপ্না রাণী (২২) মৃত্যুর ঘটনায় হাসপাতালের স্বত্ত্বাধিকারী নুর আলম সিদ্দিকী ও ডাক্তার আলী আকবর খান সহ আরও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদে বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা নং- ৩,।