মাগুরা সদর উপজেলার দারিয়াপুর গ্রামের মাঝপাড়া এলাকার নির্জন মেহগনিবাগানে ১ মার্চ রাতে বসে জুয়ার আড্ডা। রাত ১০টা থেকে শুরু হয়ে এ জুয়া চলে রাত ১টা পর্যন্ত। খেলা শেষে জিতে যাওয়া ব্যক্তির সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয় অন্যদের। তখন তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে জিআই পাইপ ও লোহার চেইন দিয়ে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করেন অন্যান্যরা।
আলামত ধ্বংসের উদ্দেশ্যে পাশে জমে থাকা গাছের পাতা দিয়ে তাঁকে পোড়ানো হয়।রবিবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান মাগুরার পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহত ব্যক্তির নাম মো. এসকেন মোল্লা (৭৩)। তাঁর বাড়ি পাশের ঝিনাইদহ জেলার হাট গোপালপুরের খুলুল বেড়বাড়ি গ্রামে। অজ্ঞাত হিসেবে মাগুরার কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এসকেন মোল্লা মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে গবাদিপশুর ব্যবসা করতেন।
পুলিশ জানিয়েছে, ১ মার্চ সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে দারিয়াপুর গ্রামের আবু তাহের মিয়ার মেহগনিবাগান থেকে আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়া একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে অজ্ঞাত হিসেবে লাশটি দাফন করা হয়। ওই দিনই সদর থানা–পুলিশের উপপরিদর্শক শ্রীবাস কুণ্ডু বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। বিষয়টি নিয়ে পুলিশের পাশপাশি তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।