ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের কর্মসূচী মোতাবেক রাজশাহীর তানোর থানা পুলিশের নানা আয়োজনে আনন্দ উদযাপন করা হয়েছে।
৭ই মার্চ রোববার বিকালের দিকে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান।
তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) রাকিবুর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।তদন্ত ওসি মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা সানাউল্লাহ আহম্মেদ সানাউল্লাহ আহম্মেদ, গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন, বিএম কলেজের অধ্যক্ষ অসীম কুমার সরকার, থানা মোড় আদর্শ বনিক সমিতির সভাপতি হামিদুর রহমান চৌধুরী।
এসময় তানোর থানা পুলিশ কর্মকর্তা পুলিম সদস্য বিভিন্ন পেশার সাধারন মানুষ উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠানের শুর“তেই কেক কাটা হয়, এর আগে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।