বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭মার্চ) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, উপজেলার গুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে মাসুদ রানা (৫২) ও নাটোরের সিংড়া উপজেলার মালকুড় গ্রামের আনছার আলীর ছেলে রজব আলী (২৭)।
এরপূর্বে রবিবার (৭মার্চ) সকালে উপজেলার নাগর নদীর বাঁধ এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ মাসুদ রানা (৫২) ও শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার শিমলা বাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ রজব আলীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।