সারাদেশের ন্যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭’ই মার্চ পালিত। গতকাল রোববার বিকেলে থানা প্রাঙ্গনে এ দিবসটি পালন করা হয়। বঙ্গবন্ধুর ৭’ই মার্চের ভাষন পৃথিবীর কালজয়ী ভাষা গুলোতে অন্যতম পরাধীনতার শৃগাল ভেঙ্গে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাপিয়ে পড়তে সেই ভাষন ছিল মূলমন্ত্র।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান পিপিএম বারের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চ কেক কেটে উদযাপন করেন। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম’র সার্বিক সহযোগীতায় ও সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ পারভেজ চৌধুরী। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, থানা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, নাসিক ৪,৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম ও সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশ জনগনের সেবা করে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার জন্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।