আগামী ঈদুল ফিতরের পূর্বে শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ না করলে আন্দোলনের কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে। আজ সোমবার বেলা ১২টায় বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের (রেজি নং-১০) নেতৃবৃন্দ খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানের সাথে শ্রম পরিচালকের দপ্তরে সাক্ষাৎ শেষে, শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান এ কথা জানান।
তিনি বলেন, একে একে খুলনার ব্যক্তিমালিকানা জুটমিলগুলো বন্ধ হয়ে গেছে, শ্রম আইন অনুযায়ী কোন শ্রমিককে ছাটাই করলে ৩০দিনের মধ্যে শ্রমিকের চুড়ান্ত পাওনাদি পরিশোধ করার কথা থাকলেও তা করা হয়নি।
শ্রমিকরা চরম মানবেতর জীবনযাপন করছে। বৈঠকে উপস্থিত ছিলেন বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল খান, মহসেন জুট মিলের প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল¬াহ তারেক, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, কাবিল আহম্মেদ, নিজামউদ্দিন, কাবিল হোসেন, বক্তিয়ার সিকদার, আঃ ওহাব ও আমির মুন্সি প্রমুখ।
শ্রমিক ফেডারেশনের নেতারা শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষে তিনদিনের কর্মসূচী ঘোষনা করেন। কর্মসূচীর মধ্যরয়েছে- আজ সন্ধ্যায় মহসেন শ্রমিক ইউনিয়নে ফেডারেশনের জরুরি সভা, ১১ মার্চ বিকাল ৫টায় এ্যাজাক্স শ্রমিক ইউনিয়নে সভা ও ১২ মার্চ সকল ব্যক্তি মালিকানাধীন জুটমিলের বীর মুক্তিযোদ্ধা শ্রমিকদের সংবর্ধনা অনুষ্ঠান ও শ্রমিক জনসভা খুলনার মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালি জুটমিলের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হবে।