খুলনায় আজ সোমবার ৪ হাজার ৬৬৩ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এরমধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৯৩৭ জন এবং নয়টি উপজেলায় ৩ হাজার ৭২৬ জন।
উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় তিনশত ৩০জন, দাকোপ নয়শত ৯৪ জন, দিঘলিয়া একশত ৬০ জন, ডুমুরিয়া এক হাজার জন, ফুলতলা একশত ৫০ জন, কয়রা চারশত চার জন, পাইকগাছা চারশত ৩০ জন, রূপসা একশত ২৮ জন এবং তেরখাদায় একশত ৩০জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার ছয়শত ৬৯ জন এবং মহিলা এক হাজার নয়শত ৯৪ জন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ২৭ হাজার ৮৬২ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৭৭ হাজার ছয়শত ৫৯ এবং মহিলা ৫০ হাজার ২০৩জন।