মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ সোমবার খুলনা উত্তর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় সেক্রেটারি জেনারেলের সাথে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মুহা. আমিনুল ইসলাম, সৈয়দ হাসান মাহমুদ, গাজী মোর্শেদ মামুন, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা সরোয়ার হোসেন ও মুহা. হেকমত আলী প্রমুখ।