“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার ৮মার্চ সকালে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নারী নেত্রীগণেরা উপস্থিত ছিলেন।