সুনামগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তির উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে আনন্দ উদযাপন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এউপলক্ষে গতকাল রবিবার (৭ই মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদর থানার ওসি শহীদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ ৪ আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন, সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, ওসি তদন্ত মোঃ নুর আলম প্রমুখ।