টানা ৩০তম দিনের মতো আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন অব্যাহত রেখেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
খুবি’র তিনজন শিক্ষককে অনতিবিলম্বে স্বপদে পুনর্বহালের দাবিতে তাদের এই আন্দোলন চলছে।
উলে¬খ্য, গত ২৩ জানুয়ারির বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ছাত্রদের পাঁচ দফা ছাত্র আন্দোলনে সংহতি জানানোর কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল ফজল, শাকিলা আলম এবং হৈমন্তী শুক্লা কাবেরীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত গ্রহণ করে।