সুনামগঞ্জের জামালগঞ্জে অসহায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহার কাংকিত স্বপ্নের ঘর এর নির্মাণ কাজের পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক বলেন- গৃহহীনদের ঘর নির্মাণ থেকে শুরু করে প্রদানের ক্ষেত্রে যদি কোন প্রকার অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেজন্য ঘর নির্মাণের সাথে সংশ্লিস্ট সবাইকে সচ্ছতার সাথে কাজ করার জন্য তিনি নির্দেশ দেন।
আজ মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টায় জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর-ঘাটটিয়া এলাকায় প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব, সহকারি কমিশনার মোহন মিনজি ও মেহেদী হাসান প্রমুখ।