গত ৪ মার্চ ঝিনাইদহ প্রেসক্লাবে অনুষ্ঠিত ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের পোড়াহাটী গ্রামের ৪৯ নং মৌজার জমাজমি সরকারী বিভাগের কর্মকর্তাদের যোগসাজসে বে-আইনীভাবে নামপত্তন দেওয়া সংবাদ সম্মেলনের প্রতিবাদে/পাল্টা সংবাদ সম্মেলন মঙ্গলবার সকাল ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলতানয়নে অনুষ্ঠিত হয়।
মোঃ বিশারত আলী অত্র ইউনিয়নের ভূমি অফিসের দুইজন ভূমি কর্মকর্তা ১। মোঃ ইকবাল হোসেন ২। মোঃ মতিয়ার রহমান ও ভূমি অফিসের পিয়ন মোঃ আজিম উদ্দিন এর সহযোগিতায় প্রবাব খাটিয়ে অত্র সম্পত্তি নামপত্তনের যে কাহিনী তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পূর্ণ মিথ্য ও ভিত্তিহীন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মোঃ সিরাজুল ইসলাম, পিতা: মৃত. নজির উদ্দিন, চরআড়–য়াকান্দি, ডাক: পোড়াহাটি, হরিণাকু-ু ঝিনাইদহ।