আজ মঙ্গলবার বিকাল চার টার সময় বিপুল শিকদার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে গোয়ালন্দ মোড় বাজারে ভ্রাম্মমান আদালতের অভিযান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়।
অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ৩(২) ধারায় লাইসেন্স না থাকায় ৬(১) ধারায় মেসার্স খোকন ট্রেডার্সকে ৫,০০০/= টাকা। ভাই ভাই ট্র্রেডার্সকে ৭,০০০/= টাকা ও নিউ খালেক হার্ডওয়ারকে ৫,০০০/= টাকা, মোট ১৭,০০০/= টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
এসময় সহযোগিতা ও প্রসিকিউশনে জনাব সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস,রাজবাড়ী এবং শৃঙ্খলায় পুলিশের একটি টিম ও পেসকার রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন। তারা জানান, নিরাপদ খাদ্য জনস্বার্থে অভিযান অবিরাম চলবে।