সুনামগঞ্জের শাল্লায় আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্ঠিতে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়- আজ মঙ্গলবার (৯ই মার্চ) ভোর রাতে জেলার শাল্লা উপজেলার হাবিবপুর, বাহাড়া ও শাল্লা ইউনিয়নের শিলা বৃষ্ঠিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়া ছায়ার হাওর, ভান্ডাবিল, ভেড়াডহর, উদগল বিল হাওরের প্রায় ৫০ ভাগ বোর ফসল নষ্ঠ হয়েছে। গোবিন্দপুর গ্রামের বসতবাড়ি ভেঙ্গে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে গাছপালা ও পশুপাখির আবাসস্থল। এছাড়া হাওরের ধানের জমিতে গজে উঠা ধানের চারা গুলো শিলা বৃষ্ঠিতে তেতলে গেছে। মৌসুমের শুরুতেই হঠাৎ এমন প্রাকৃতিক দূর্যোগ দেখে হতাশ হয়ে পড়েছে কৃষকরা।
এব্যাপারে শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামান চৌধুরী সাংবাদিকদের বলেন- ফাল্গুন মাসে এধরনের ভয়াবহ শিলা বৃষ্ঠি ও ঝড় আমি আর কখনো হতে দেখিনি। তবে শিলা বৃষ্ঠির আঘাতে কাঁচা ধানের ফসলের কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তার চূড়ান্ত ভাবে বলা সম্ভব না।
বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী জানান- তার ইউনিয়নের ৬০ থেকে ৭০ শতাংশ ফসলের ক্ষতি হয়েছে। কৃষকরা এই ক্ষতি কাঠিতে উঠতে পারবে বলে মনে হয়না।
তবে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- ঝড় ও শিলা বৃষ্ঠিতে উপজেলার প্রায় ১হাজার ৫শত হেক্টর জমির ওপর আঘাত করেছে। তার মধ্যে প্রায় ২০ শতাংশ ফসলের ক্ষতি হয়েছে।