র্যাব-৬ তার সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র গোলাবাররুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারক গ্রেফতার, প্রত্মসম্পদ উদ্ধার, সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার সহ বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম ও আস্থা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিকাল ৫ টা ৪৫ মিনিটে সময় র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কালিঞ্চি এলাকায় বিজ্ঞ যুগ্ন দায়রা জজ ১ম আদালত, সাতক্ষীরা এর সি.আর মামলা নং- ৩৬০/২০১৭(শ্যামনগর) এর এক বছরের সশ্রম কারাদন্ড ও ৪,৮০,০০০/-(চার লক্ষ্য আশি হাজার)টাকা জরিমানা এই সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে।
এরুপ তথ্য প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রশিদুল ইসলাম পিতা- মোঃ মোসলেম গাজী, সাং- কালিঞ্চি, ডাকঘর- ভেটখালী, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাকে হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।