কুড়িগ্রামের উলিপুরে ব্রম্মপুত্র নদ বিছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে গতকাল ভোররাতে লক্ষাধিক টাকা মূল্যের ১টি ষাঁড়, ৬টি ভেড়া ও ৩ টি অন্তঃসত্ত্বা গাভী পুড়ে অঙ্গার হয়েছে।
অন্য ১১টি ষাঁড়ের সর্বাঙ্গ পুড়ে মারাত্মক আহত অবস্থায় রয়েছে। এদের মধ্যে চারটি গবাদিপশুর অবস্থা আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদশীরা জানিয়েছে। উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ওই দুর্গম চরে রাত তিনটার দিকে মশা তারানোর জন্য রাখা কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে গৃহকর্তা আবুল কাশেম জানিয়েছেন।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় গরু ও ভেড়ার খামার এর তিনটি ঘর পুড়ে গেছে ! এতেকরে ওই গৃহকর্তার ৯ লাখ টাকার গবাদিপশুসহ প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল বাতেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল আজিজ প্রধান ঘটনাস্থল পরিদর্শনে যান ! এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পরিদর্শনকারীরা ঘটনাস্থলে অবস্থান করছেন !