বগুড়ার নন্দীগ্রামে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভূস্কুর গ্রামের আব্দুল হাকিমের মালিকানাধীন পুকুরে এ ঘটনা ঘটে।
এতে ওই মাছ চাষির প্রায় আট লাক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়েছে। সম্প্রতি ওই এলাকায় দূর্বৃত্তরা রাতের আধারে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগসহ খড়ের পালায় অগ্নিসংযোগ করার ঘটনা ঘটিয়ে আসছে।
ক্ষতিগ্রস্থ মাছ চাষী ও ইউপি সদস্য আব্দুল হাকিম জানান, আমি আমার নিজের পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করি। কখনো কারো ক্ষতি করিনি তবুও কেবা কাহারা শত্রুতামূলকভাবে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে আমার আনুমানিক আট লক্ষাধিক টাকার মাছ ক্ষতি সাধন করেছে।
খবর পেয়ে বুধবার (১০ মার্চ) দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।