ঝিনাইদহে বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে ভাষা সৈনিক মুসা মিয়া আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল খেলায় শৈলকুপা আবাইপুর ইউনিয়নকে পরাজিত করে হরিণাকু-ুর চাঁদপুর ইউনিয়ন ফাইনালে উঠেছে।
প্রথমার্থে চাঁদপুর ১ টি গোল করে, দ্বিতীয়ার্থে চাঁদপুর আরোও ৩ টি গোল করে, শৈলকুপা আবাইপুর দ্বিতীয়ার্থে ২টি গোল পরিশোধ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন জাতীয় দলের বাছেদ।
খেলায় প্রচুর দর্শকের সমাগম হয়। ফাইনাল খেলায় ঝিনাইদহ সদরের ঘোড়শাল ইউনিয়নের সাথে হরিণাকু-ু থানার চাঁদপুর ইউনিয়ন অংশ নেবে। খেলায় চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।