বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে বালু ব্যবসায়ী সাইফুল শেখের (৩২) কাছ থেকে ২ লক্ষ টাকা ও একটি মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের উজ্জল মিয়ার বাড়ির সামনের রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় সাইফুল শেখ বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি অভিযোগ দিলেও এখন পর্যন্ত মামলা হয়নি।
সাইফুল শেখ বলেন, শুক্রবার দুপুরে মটরসাইকেল যোগে নাজিরপুর যাচ্ছিলাম। মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের পৌছালে ওই গ্রামের বুলু মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৮) এবং ঝুনু মিয়ার ছেলে অসীম মিয়া (৩৪) আমার গতিরোধ করে আমার আমার কাছে থাকা ৩ লক্ষ টাকা ও ১১ হাজার ৯‘শ ৯০ টাকা মূল্যের একটি অপ্পো ফোন ছিনিয়ে নিয়ে যায়।
যাওয়ার সময় আমাকে থাপ্পর মারে এবং কাউকে বললে প্রাণে শেষ করে দেওয়ার হুমকী দেয়। পরবর্তীতে আমি স্থানীয় লোকদের সহায়তায় তাদেরকে শনাক্ত করি। এ বিষয়ে আমি মোল্লাহাট থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু পুুলিশ আমার অভিযোগ মামলা দায়ের করেনি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, আমার কাছে কেউ অভিযোগ করেনি। ব্যবসায়ী সাইফুল অভিযোগ করলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন তিনি।