বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে হাজেরা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮ টায় উপজেলারআজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গরুর লোডা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম গরুর লোডা এলাকার নুরু মিয়ার স্ত্রী।
পত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বন্যহাতির একটি পাল আছড়িয়ে হাজেরা বেগমকে গুরুতর আহত করে। পরে লোকজন দেখতে পেয়ে আহত ওই নারীকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সকাল সাড়ে ৯টায় হাজারা বেগমের মৃত্যু হয়। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।