সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১১ই মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হক, পূর্ব পাগালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।