নানা উপসর্গ নিয়ে অসুস্থ থাকা দৈনিক কালের কন্ঠ ও একাত্তর টেলিভিশন, বাগেরহাটের ষ্টাফ রিপোর্টার বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীকে দেখতে গেলেন জেলা প্রশাসক আ. ন. ম ফয়জুল হক। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে তিনি বাগেরহাট শহরের শালতলাস্থ বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর বাসায় যান। এসয় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোচ্ছাবিরুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবির উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আ. ন. ম ফয়জুল হক সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর চিকিৎসার খোজ খবর নেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।
গত ৭ ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে মাথা ব্যাথা, শ্বাসকষ্ট, বুক-পিঠে ব্যাথা, শরীরে দূর্বলতা, সার্বক্ষনিক জ্বরসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ্য রয়েছেন সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী।পরবর্তীতে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলণা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফায় চিকিৎসা নিয়েছেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরেও নির্দিষ্ট করে কোন রোগ শনাক্ত না হওয়ায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।