সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে ৬ লেন করার দাবীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ই মার্চ) বিকাল ৪টায় সুনামগঞ্জ পৌরশহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মহাসমাবেশে সুনামগঞ্জ ৪ আসনের এমপি এডভোকেট পীর ফজলুল হক মিসবাহ বলেন- সম্প্রতি সিলেট-ঢাকা মহাসড়ক লেনে উন্নীত করতে একনেতে তা পাশ হয়েছে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে জনগুরুত্বপূর্ণ আমাদের সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কটি ৬ লেনে উন্নীত হয়নি। অথচ সরকার এই সুনামগঞ্জ থেকে প্রতিবছর কোটিকোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। তাই একনেকে প্রস্তাব তোলার আগেই আমি পররাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর কাছে অনুরোধ করে ছিলাম সুনামগঞ্জ-সিলেট সড়কটি ৬ লেনে উন্নীত করার জন্য কাজ করতে।
প্রধানমন্ত্রী ১৭হাজার কোটি টাকা খরছ করে যদি সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ করতে পারেন তাহলে মাত্র ৬৮ কিলোমিটার সুনামগঞ্জ-সিলেট সড়কটি কেন ৬ লেন করতে পারবেন না। এব্যাপারে বিশেষ ভাবে বিবেচনা করার জন্য আমি সুনামগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
অনুষ্ঠিত মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির নেতা সাইফুর রহমান, মোহাম্মদ আলী খুশনুর, মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, ইউনিয়ন চেয়ারম্যান এরশাদ মিয়া প্রমুখ।