কুমিল্লার হোমনায় ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল এগারোটায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে।
বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, সহকারী সার্জন ডা. মো. ফারুক মিয়া, ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহানা মোল্লা, চান্দেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাসার মোল্লা, নিলখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন, ঘাগুটিয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, মো. নাজিরুল হক ভূঁইয়া, ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা. মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী ও মো. হুমায়ুন কবীর, আওয়ামী লীগ সদস্য মাহবুবুর রহমান খন্দকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুছ ছালাম ভূঁইয়া প্রমুখ।