ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুক্রবার মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুল কেন্দ্রে সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে। এ নির্বাচনে ১৭ টি পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট ৯৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে গোটা বাজার এলাকায় শুরু হয় উৎসবমুখর পরিবেশ। প্রার্থী ও তার কর্মীরা প্রতীক সম্বলিত পোশাক গায়ে দিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে মাস্ক বিতরণ করে স্ব-স্ব প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করতে দেখা গেছে।
প্রিজাইডিং অফিসার ও শালিখা উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান জানান, সকাল ৯ টা শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকাল ৫ টায় ভোট গ্রহন শেষে ভোট গণনা শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সার্বিকভাবে সহযোগিতা করছেন।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন বলেন, নির্বাচনকে ঘিরে উপজেলা সদরে প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হয়েছে।