বগুড়ার নন্দীগ্রামে চার জুয়াড়ি ও তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১মার্চ) রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ বিরপলি গ্রামের মাঠে সেচ চালিত নলকুপের ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামদিসহ বিরপলি গ্রামের আব্দুল কাদেরের ছেলে রায়হান আলী (২৬), বেলাল হোসেনের ছেলে ফারুক হোসেন (২৫), চাপিলাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আব্দুল আলীম (২৪) ও জেলার শাজাহানপুর উপজেলার সাদরা গ্রামের মোজাহার সরকারের ছেলে ইব্রহিম হোসেন (২৫), গ্রেপ্তার করে।
অপরদিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের নিজামতকুড়ি গ্রামের আফছার আলীর বাড়িতে গ্রিল কেটে চুরির সময় তার ভাতিজা নুরুল ইসলাম টেরপায়। এরপর প্রতিবেশীদের সাথে নিয়ে তাদের তাড়াকরে- জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ গ্রামের নুরুজ্জামানের ছেলে মানিক মিয়া (২০), কাহালু উপজেলার স্যাকাহাট গ্রামের আব্দুল সামাদের ছেলে সাহেব আলী (২৫), গাবতলী উপজেলার জাতহালিদা গ্রামের হাবু মন্ডলের ছেলে মমিনুল ইসলাম (২৮) ইসলাম কে আটাক করে। পরে স্থানীয়রা তাদের থানা পুলিশের নিকট সোপর্দ করে ।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়া খেলা ও চুরির অপরাধে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।