বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। এদেশের রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে। দেশে এখন বিদেশী বিনিয়োগ বাড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশকে অনেক দূর এগিয়ে নিয়েগেছে। তার বলিষ্ট নেতৃত্বের কারণেই সারা বিশে^ বাংলাদেশ এখন রোল মডেল।
গতকাল বৃহস্পতিবার (১১ই মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামগঞ্জ জেলার ছাতক সিমেন্ট কারখানার সিসিএফ অডিটোরিয়ামে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী আরো বলেন- ছাতক সিমেন্ট কারখানাটি আধুনিকায়ন করা হলে এই প্রতিষ্ঠানটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। তবে কারখানার ক্ষতি হবে এমন কোন রাজনীতি বা কাজ করা যাবেনা। এখানকার শ্রমিকদেরকে নিজ দায়িত্বে কারখানার উন্নতির জন্য নিয়মিত মনোযোগ দিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন- করোনাকালীন দুঃসময়ে সারা বিশ^ যখন বিপযস্থ তখন বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। কারণ আমাদের দেশে কোন কিছুর অভাব নেই। অভাব রয়েছে দক্ষ মানব সম্পদের। দেশের তরুন সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রুপান্তরিত করতে পারলে আমাদেরকে আর বিদেশিদের ওপর নির্ভর করতে হবেনা।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মোঃ এহছান এলাহীর সভাপতিত্বে ও সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমএ রশীদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন-সুনামগঞ্জ ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (বিপিএম), বিসিআইসির পরিচালক লুৎফুর রহমান, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক সিমেন্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এএফএম আব্দুল আলী, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায় প্রমুখ।
সভাশেষে রাত ৮টায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে বিকেল ৫টায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্টিজ কর্পোরেশন (বিসিআইসি) এর নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানীতে ৮শত ৯০ কোটি টাকা ব্যয়ে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেস প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, এসপি সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমসহ আরো অনেকে।