জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাভার গলফ ক্লাব আয়োজনে বুধবার থেকে শুরু হয়েছে ‘মুজিববর্ষ ওয়ালটন স্বাধীনতা কাপ গলফ টুর্নামেন্ট-২০২১’। আজ শুক্রবার (১২ মার্চ) হয়েছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন।
সকালে সাভার গলফ ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, এনডিসি, পিএসসি, স্টেশন কমান্ডার, সাভার সেনানিবাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী। উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজর (অবঃ) এ এন এম আবদুল আহাদসহ অন্যান্যরা।
সাতটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্যাটাগরিগুলো হলো- রেগুলার, ভেটেরান, সিনিয়র, সুপার সিনিয়র, লেডিস, জুনিয়র ও সাব জুনিয়র। ৭টি ক্যাটাগোরিতে তিন শতাধিক গলফার অংশ নেন। তার মধ্যে প্রায় অর্ধশত বিদেশিও ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও ট্রফি দেওয়া হবে। এছাড়া অংশগ্রহণকারীদের র্যাফেল ড্রয়ের মাধ্যমে ওয়ালটন গ্রুপের উপহার সামগ্রী দেওয়া হবে।
এই টুর্নামেন্টের মিডয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।