নওগাঁর পোরশায় অটোভ্যান গাড়ি চুরির অভিযোগে মাসুদ ও খাইরুল ইসলাম নামের দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক মাসুদ উপজেলার সারাইগাছী গ্রামের হাপির ছেলে। খাইরুল ইসলাম সারাইগাছী গুচ্ছগ্রাম পাড়ার নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার বিকালে উপজেলার সারাইগাছী বাজার থেকে আসাদুর রহমান নামের এক অটোভ্যান মালিকের ২লক্ষাধিক টাকা মূল্যের গাড়ি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল তারা।
অটোভ্যান গাড়িটি নিয়ে পার্শবর্তি দয়াহার আদিবাসী পাড়া এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগীতায় গাড়িসহ তাদের আটক করে। সন্ধায় তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান জানান, থানায় মামলা হয়েছে। আটক দুই অটোভ্যান চোরকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।