নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার সারাইগাছী বাজারে ইসলামী আন্দোলনের পোরশা উপজেলা শাখার আয়োজনে এক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পোরশা উপজেলা শাখার সাবেক সভাপতি তৈয়ব শাহ্ চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নওগাঁ জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নওগাঁ জেলা সাধারন সম্পাদক শহিদুল আলম ও প্রশিক্ষণ সম্পাদক জামাল উদ্দীন।
সভায় উপস্থিত সদস্যদের সামনে নওগাঁ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম সংগঠনের পোরশা উপজেলা শাখার সভাপতি হিসাবে তৈয়ব শাহ্ চৌধুরী ও সাধারন সম্পাদক হিসাবে নজরুল ইসলামের নাম ঘোষনা করেন।
এসময় তিনি আগামী পনের দিনের মধ্যে উপজেলা ইসলামী আন্দোলনের ২৫সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করা হবে বলে জানান। উক্ত সভায় জেলা শিক্ষা সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি কাওছার কামাল শাহ্, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা ওমর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।