রাজধানীতে মশা বৃদ্ধির জন্য কাউন্সিলরদের দায়িত্বে অবহেলাকে দায়ী করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শনিবার সকালে ভাটারায় মশা নিধন অভিযানের পঞ্চম দিনে কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, মশার উপদ্রব থেকে শিগগিরই রেহাই পাচ্ছে না নগরবাসী। তবে উত্তর সিটির পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। দিনে ফগার মেশিন ব্যবহার করে মশা নিয়ন্ত্রণের কাজ চলছে। এছাড়া মশা নিধনে নেয়া হচ্ছে কীটতত্ত্ববিদদের পরামর্শ বলেও জানান তিনি।
এদিকে, আজ সকাল থেকে মশা নিধন অভিযান চলছে অঞ্চল ৯ এর ভাটারা ও খিলক্ষেত এলাকায়। ফগার মেশিন ব্যবহারের পাশাপাশি মশা লার্ভা নিধনেরও কাজ চলছে।
এছাড়া অভিযান চলা এলাকাগুলোয় ময়লা আবর্জনা সরিয়ে ফেলারও কাজ করছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।
রাজধানীতে মশা নিধনে গত ৮ মার্চ থেকে সমন্বিত ক্র্যাশ প্রোগ্রাম কর্মসূচি শুরু করেছে সিটি কর্পোরেশন। আগামী ১৬ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।